কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Sunday, 30 August 2015

অবিনশ্বর ও নশ্বরবাদ

তারিক টা খুব সুন্দর ৩০দিন ০৩মাস ৩০৩০সাল । মজার ব্যাপার ০ ও ৩  এর খেলা । চার চার টা ৩ ও চার চার টা ০ এর খেলা। এরকম দিনে চুপচাপ বসে থাকা যায় না । একটা ইশারা তো চাই । যেমনী ইশারা তেমনী কাজ । গোটা বিশ্ববাসী অবাক একি হচ্ছে  এই গ্রহে , ক্লিক ওয়ান এর মাথায় বাম পাশে প্রতি মিনিটে মিনিটে কি যেন একটা ক্লিক দিচ্ছে । ক্লিক চিন্তায় অস্থির দাদার ডাইরি হতে ক্লিক জানে আজ থেকে অনেক  বছর আগে কি যেন একটা অসুখ ছিল সারা শরীরে শুধু  কিট কিট করে কামড়াত । যতই চিন্তা করছে ততই ক্লিক অস্থির হচ্ছে ক্লিক।

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।