এবং এটা সংঘটিত হোক নারী দ্বারা।
জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ”।
আজ ৮ ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবস। বহুল প্রচারিত অনলাইন ‘দৈনিক শিক্ষা’
পত্রিকায় একটা খবর দেখলাম,
যার শিরোনাম - ‘সেই সহকর্মীকে বিয়ে করলেন ধর্ষণে অভিযুক্ত এসপি।'
খবরের কিছু অংশ হচ্ছে - ধর্ষণের অভিযোগে মামলা দায়েরকারী সেই নারী সহকর্মীকে (ভুক্তভোগী পুলিশ পরিদর্শক) বিয়ে করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেন। ৬০ লাখ টাকা দেনমোহরে এ বিয়ে সম্পন্ন হয়েছে। এজন্য ধর্ষণ মামলাটির আপসনামায় সই করেছেন বাদী।
তার মানে একজন নারী ওসি (OC) ধর্ষণের মামলা করেছেন একজন এসপির বিরুদ্ধে। সামাজিক
প্রেক্ষাপটে একজন নারী ওসি অনেক সম্মানী ব্যাক্তি। তিনি থানার প্রধান অফিসার। একজন
ওসির অধীন কয়েকজন এস আই থাকে। ওসির বেতন ভাতাও অনেক ভালো। বাংলাদেশের নারীরা অর্থনৈতিক
নিরাপত্তার কারনে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী পুরুষদের বিয়ে করতে অনেক বেশী আগ্রহী।
কিন্তু এই নারী ওসি অর্থনৈতিক ভাবে ১০০% নিরাপদ। এই রকম একটা ক্ষমতাবান নারী ঐ
পুরুষকে বিয়ে করলেন যে পুরুষ তাকে ধর্ষণ করেছেন (তার অভিযোগ অনুসারে)। বিয়ের
দেনমোহর ৬০ লাখ টাকা। যাতে টাকার ভয়ে তালাক দিতে না পারে। ধর্ষণ কাকে বলে একটু
জেনে নিই - একজন ব্যক্তির অনুমতি ব্যতিরেকে তার সঙ্গে যৌনসঙ্গম বা অন্য কোনো ধরনের
যৌন অনুপ্রবেশ ঘটানোকে ধর্ষণ বলা হয়। ধর্ষণ শারীরিক বলপ্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে
পারে।
এসপি মোক্তার হোসেন নারী ওসি কে ধর্ষণ করেছেন, তাহলে মোক্তার অবশ্যই
মারাত্মক খারাপ লোক। এই খারাপ লোকটাকেই কেন বিয়ে করতে হবে। নারী ওসি আসলেই কি
ধর্ষিতা নাকি প্রেম ঘটিত যৌনতা। সাধারণ একজন নারী যার অর্থনৈতিক নিরাপত্তা নাই,
তার প্রেম ঘটিত যৌনতাকে ধর্ষণের ফাঁদ হিসেবে ব্যবহার করা
স্বাভাবিক। আমাদের সমাজে এর বৈধতা আছে। কিন্তু - - -
সামাজিক,
অর্থনৈতিক এমনকি রাজনৈতিক ভাবে নিরাপদ জোনে থাকা একজন নারীর এ
অবস্থা কাম্য নয়। উচ্চ পদস্থ একজন নারীর এ অবস্থা হীনমন্যতার পরিচায়ক। মানসিক
ভাবে অসুস্থ থাকলে জাগরণ সম্ভব নয়। শুধু নারীর শরীরের সুস্থতায় নারীর জাগরণ কোন
ক্রমেই সম্ভব নয়। নারীর মনের সুস্বাস্থ্য খুব জরুরী। মনের সুস্থতা না থাকলে শরীর
সুস্থ থাকে না। প্রতিপাদ্য হওয়া উচিত ছিল নারীর মনের সুস্বাস্থ্য ও মনের জাগরন।
পৃথিবীর সব নারীর মনের জাগরণ হোক। নারী হোক মানুষ।
জাগো গো ভগিনি। বেগম রোকেয়ার আত্মা শান্তি পাক।
মার্চ ০৮ ২০২২
No comments:
Post a Comment