কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Wednesday 17 June 2015

অদ্ভুত আশা

একি অদ্ভুত, একি অদ্ভুত, একি অদ্ভুত।
পাল তুলিয়ে, হাওয়ায় দুলিয়ে, মন ভুলিয়ে
মৃদু মৃদু, ধীরে ধীরে, টুকটুক, চুপচুপ
বিড়ালের মত করে।
মাথা নিচু, লজ্জায় লাল, দ্বিধাদ্বন্দে লজ্জাবতী পাতা
কিংবা নববধূর মতো করে।
ওহ্ আফসোস- -

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।