বাংলার প্রতিটি নারী জাহান্নামী, কারন স্বামী।
চার পাঁচ বছর আগের এক প্রশিক্ষণার্থী সনদ পত্র নেওয়ার জন্য অফিসে আসলো। একে অপরের কুশলাদি বিনিময় করলাম। তাকে জিজ্ঞাসা করলাম- “আপনি বিয়ে করছেন?” হ্যাঁ আমার বিয়ে হয়েছে, উত্তরে সে বললো। বাংলাদেশের যেকোন মেয়েকে বিয়ের কথা জিজ্ঞাসা করলে, উত্তরটা এরকমই হয়। হয়তো সে বলবে “না, এখনো বিয়ে হয়নি। অথবা হ্যা, বিয়ে হইছে। হোক শিক্ষিত হোক অশিক্ষিত।