যা মূলত নিউরন দ্বারা
নার্ভ সিস্টেম বা স্নায়ুতন্ত্র গঠনের একক নিউরন। নিউরন দ্বারা স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রিত হয়।
ধরা যাক আজ সকালে প্রচন্ড শীত, আমি শীতের মোটা কাপড় পড়ে আছি। আস্তে আস্তে রোদ কড়া হতে শুরু করলো। এবার আমি মোটা কাপড় খুলে হালকা কাপড় পড়বো। সূর্যের তাপমাত্রা আমার ত্বকে লাগবে এবং ত্বক হতে স্নায়ুতন্ত্র অর্থ্যাৎ নিউরন তাপমাত্রার বার্তা মস্তিষ্কে পাঠাবে এবং আমি মোটা কাপড় ছেড়ে হালকা কাপড় পড়বো।