কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Monday, 12 September 2022

যন্ত্র ছাড়াই যোগাযোগ।

যা মূলত নিউরন দ্বারা

নার্ভ সিস্টেম বা স্নায়ুতন্ত্র গঠনের একক নিউরন। নিউরন দ্বারা স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রিত হয়।

ধরা যাক আজ সকালে প্রচন্ড শীত, আমি শীতের মোটা কাপড় পড়ে আছি। আস্তে আস্তে রোদ কড়া হতে শুরু করলো। এবার আমি মোটা কাপড় খুলে হালকা কাপড় পড়বো। সূর্যের তাপমাত্রা আমার ত্বকে লাগবে এবং ত্বক হতে স্নায়ুতন্ত্র অর্থ্যাৎ নিউরন তাপমাত্রার বার্তা মস্তিষ্কে পাঠাবে এবং আমি মোটা কাপড় ছেড়ে হালকা কাপড় পড়বো। 

Monday, 29 August 2022

নারী হোক মানুষ।

এবং এটা সংঘটিত হোক নারী দ্বারা। 

জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ”।

আজ ৮ ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবস। বহুল প্রচারিত অনলাইন ‘দৈনিক শিক্ষা’ পত্রিকায় একটা খবর দেখলাম, যার শিরোনাম - ‘সেই সহকর্মীকে বিয়ে করলেন ধর্ষণে অভিযুক্ত এসপি।'

খবরের কিছু অংশ হচ্ছে - ধর্ষণের অভিযোগে মামলা দায়েরকারী সেই নারী সহকর্মীকে (ভুক্তভোগী পুলিশ পরিদর্শক) বিয়ে করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেন। ৬০ লাখ টাকা দেনমোহরে এ বিয়ে সম্পন্ন হয়েছে। এজন্য ধর্ষণ মামলাটির আপসনামায় সই করেছেন বাদী।

Wednesday, 24 August 2022

'তুই' একটা ফালতু।

আমার বাসা থেকে অফিস ০৫ মিনিটের হাঁটা রাস্তা। আমার চার বছরের মেয়েকে নিয়ে প্রতিদিন হেঁটেই অফিসে যায়। ছোট বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রায় প্রতিদিন রিকসা ওয়ালা বলে, “ভাই যাবেন”। কেউ কেউ মুখে না বললেও পিছনে এসে বার বার হর্ণ দিবে। হর্ণ দিয়ে বুঝানোর চেষ্টা করবে, আপনি বাচ্চা নিয়ে হেঁটে যাচ্ছেন, আমার রিকসায় উঠেন। আজও তাই হলো। কিন্তু আমি তো হেঁটেই যাবো। 
পাশেই এক ভদ্র লোক বললো এই রিকসা যাবিরে। লোকটা ভদ্র কিনা জানিনা, সমাজের সবাই যাকে ভদ্র বলে ঐরকম আরকি। ইস্ত্রী করা প্যান্ট এবং শার্ট ইন করা, ভদ্রতার সব লক্ষণ বিদ্যমান। যদিও বলা হয় ব্যবহারে বংশের পরিচয়, পোশাকে নয়। আসলে পোশাকটাই আগে। আগে দর্শনদারী তারপর গুনবিচারী। সে যাই হোক, এই ভদ্র লোক রিকসা ওয়ালাকে তুই করেই বললো। কোন ভদ্র লোক অপরিচিত কাউকে তুই সম্বোধন করতে পারেন কি?

Friday, 5 August 2022

নিপাত যাক রক্তের টান।

গত কয়েকদিন আগে সাউথ ইন্ডিয়ার একটি সিনেমা দেখলাম।
সিনেমার শুরুতে একজন ধনার্ঢ্য ব্যাক্তির ছেলে সন্তান ভূমিষ্ঠ হলো। একই হাসপাতালে ঐ ধনার্ঢ্য ব্যাক্তির চাকরও বাবা হলেন। সিনেমায় ঘটনা চক্রে চাকর তার সন্তানকে মালিকের সন্তানের সাথে এক্সচেঞ্জ (পরিবর্তন) করার সুযোগ পাইলেন। মালিকের ঘরে তার সন্তান ভালো থাকবে, চাকর চিন্তা করলেন। যেই চিন্তা সেই কাজ। সিনেমার ঘটনা একের পর এক গড়িয়ে যাচ্ছে। সিনেমার মধ্যে অনেক ম্যাসেজ আছে।
আমি একটু ভিন্ন দিকে নজর দিবো। মালিক পক্ষ নকল সন্তানকে নিজের সন্তান হিসেবে যত্ন করতে থাকেন। চাকর পক্ষের সবাই শুধু চাকর বাদে নকল সন্তানকে নিজের সন্তান হিসেবে যত্ন করছেন। অবশ্য সিনেমার শেষে আসল পরিচয় ফাঁস হয়।

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।