কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Monday 13 April 2015

ওপাশেই ভালো

একটা শিশু যখন সে শিশু সে কি জানে তার চাওয়া কি? সে কি ভাবে তার কি পাওয়া উচিত? তার কি কোন চিন্ত চেতনা দিয়ে যুক্তিমূলক কোন কাজ করতে পারে। বড় হয়ে তার কি মনে থাকে তার চাওয়া গুলো কি ছিল?

একটা বালক বালিকা যখন সে বালক বালিকা তথন তার চাওয়া পাওয়া গুলো কি ছিল। শুধু খেলা আর খেলা। মার্বেল খেলা, মার্বেল খেলা আরও অনেক ধরনের খেলা। খেলার সরঞ্জাম তার কাছে অনেক গুরুত্বপূর্ন, সব চাইতে আপন ছিল তার খেলার  সরঞ্জাম। এই খেলার জন্য তার উপর চলত শাসনের নির্মম অত্যাচার। তার মনে হতো আমকে কেউ আদর করে না, আমাকে কেউ ভালবাসে না। কেউ আমার ভাল চাই না। আমার ভাল আমি বেছে নিব । চলত বালক বালিকার নিজস্ব মিশন । চলত তার মিশন, মার্বেলে পরিপূর্ন করব পৃথিবী। আমি হব পৃথিবীর শ্রেষ্ট মার্বেল ওয়ালা। বালক বালিকা এখন অনেক বড়, এখন সে বুঝে মার্বেলের মিশন কতই অর্থহীন, কতই অমূল্যবান।


একটা কিশোর কিশোরী যখন সে কিশোর কিশোরী সে খুব, খুব চাই আমি আমার মত করে চলি। আমি চুটিয়ে প্রেম করি। আমি গভীর  ভাবে একজনকে ভালবাসি, আমাকে গভীর ভাবে কেউ প্রেম করুক। আরও কত কি রঙিন স্বপ্ন। এখন কিশোর কিশোরী অনেক বড়, এখন সে বুঝে কিশোর বয়সের কিছু চাওয়া কতই মূল্যহীন।

একটা যুবক যুবতী, যখন সে যুবক ‍যুবতী তখন সে  চিন্তিত, ভাল একটা ক্যারিয়ার, ভাল একটা সংসার, ভাল একটা সন্তান। প্রতিষ্টিত পিতা মাতা । এখান থেকে ওখানে দৌড় ঝাপ, কত ন্যায় অন্যায় করে ফেলা । কত সন্মান অর্জন, কত মান হানি ইত্যাদি। আহা কি কষ্ট তার আদরের স্বামীর জন্য, আহা কি কষ্ট তার আদরের সন্তানের জন্য। যুবক যুবতী এখন অনেক বড়।
ছোট শিশুটি এখন বৃদ্ধ। কিশোর কিশোরী এখন বৃদ্ধ। যুবক যুবতী  এখন বৃদ্ধ। এবার বৃদ্ধ শিশুটি শিশু হয়ে যায় আর চিন্তা করে, কি পেলাম ।
বৃদ্ধ এবার বালক বালিকা হয়ে যায় আর চিন্তা করে, মার্বেলের মিশন কত অযাচিত ছিল, যার কোন মূল্য ছিল বলে মনে হয় না।
বৃদ্ধ এবার কিশোর কিশোরী হয়ে চিন্তা করে, আমার চুটিয়ে প্রেম করাটা আসলে কোন মূল্য ছিল কি?
বৃদ্ধ তার জীবনের সমস্ত সময়(শিশু থেকে শুরু করে বৃদ্ধ) নিয়ে করে চুল ছেড়া বিশ্লেষন, সব বয়সের এমন কিছু চাওয়া আছে যার কোন মূল্য নাই, যার তিল পরিমান মূল্য নাই।

বৃদ্ধ হয়ত  ওপারে গিয়ে এমন ভাবে বিশ্লেষন করবে আর বলবে পৃথিবীর এমন কিছু চাওয়া ছিল যার কোন টার কোন মূল্য ছিল না । যারা স্বর্গে থাকবে তারা হয়ত বলবে আমি কেন ভাল কাজ  গুলো  করলাম না, তাহলে আরও সুখ ছিল কপালে। আর যারা নরকে . . . . . . . . .?

আপসোস তাদের কথা আর কি বলবো।

কেমন লাগল পরামর্শ আশা করছি। 

No comments:

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।