কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Monday, 12 September 2022

যন্ত্র ছাড়াই যোগাযোগ।

যা মূলত নিউরন দ্বারা

নার্ভ সিস্টেম বা স্নায়ুতন্ত্র গঠনের একক নিউরন। নিউরন দ্বারা স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রিত হয়।

ধরা যাক আজ সকালে প্রচন্ড শীত, আমি শীতের মোটা কাপড় পড়ে আছি। আস্তে আস্তে রোদ কড়া হতে শুরু করলো। এবার আমি মোটা কাপড় খুলে হালকা কাপড় পড়বো। সূর্যের তাপমাত্রা আমার ত্বকে লাগবে এবং ত্বক হতে স্নায়ুতন্ত্র অর্থ্যাৎ নিউরন তাপমাত্রার বার্তা মস্তিষ্কে পাঠাবে এবং আমি মোটা কাপড় ছেড়ে হালকা কাপড় পড়বো। 

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।