একি অদ্ভুত, একি অদ্ভুত, একি অদ্ভুত।
পাল তুলিয়ে, হাওয়ায় দুলিয়ে, মন ভুলিয়ে
মৃদু মৃদু, ধীরে ধীরে, টুকটুক, চুপচুপ
বিড়ালের মত করে।
মাথা নিচু, লজ্জায় লাল, দ্বিধাদ্বন্দে লজ্জাবতী পাতা
কিংবা নববধূর মতো করে।
ওহ্ আফসোস- -
পাল তুলিয়ে, হাওয়ায় দুলিয়ে, মন ভুলিয়ে
মৃদু মৃদু, ধীরে ধীরে, টুকটুক, চুপচুপ
বিড়ালের মত করে।
মাথা নিচু, লজ্জায় লাল, দ্বিধাদ্বন্দে লজ্জাবতী পাতা
কিংবা নববধূর মতো করে।
ওহ্ আফসোস- -