একি অদ্ভুত, একি অদ্ভুত, একি অদ্ভুত।
পাল তুলিয়ে, হাওয়ায় দুলিয়ে, মন ভুলিয়ে
মৃদু মৃদু, ধীরে ধীরে, টুকটুক, চুপচুপ
বিড়ালের মত করে।
মাথা নিচু, লজ্জায় লাল, দ্বিধাদ্বন্দে লজ্জাবতী পাতা
কিংবা নববধূর মতো করে।
ওহ্ আফসোস- -
একি অদ্ভুত, একি অদ্ভুত, একি অদ্ভুত।
না না টুকটুক, চুপচুপ করে নয়।
ঠন ঠন, হন হন, ধুকু ধুকু মনে-
ছুটে চলা রানারের উচ্চ উচ্চ গতিতে
রাতের পাহারাদার নির্ভীক প্রহরী
কুকুরের সাহস নিয়ে
ওহ্ আফসোস- -
একি অদ্ভুত, একি অদ্ভুত, একি অদ্ভুত।
না না এবার আমার মতো করে
দূর্বার বেগে,দূর্বার গতিতে,অজস্র শক্তি নিয়ে।
তোমাকে স্পর্শ করতে, তোমাকে ভালবাসতে-
তোমাকে বধূ বানাতে।
হাতের নাগালে রাখতে তোমাকে।
ওহ্ আফসোস- -
একি অদ্ভুত, একি অদ্ভুত, একি অদ্ভুত।
অদ্ভুত আশা আমার।
আমার আশা জাগানো প্রথম আশা
আশা জাগানো দ্বিতীয় কিংবা শেষ আশা।
একি অদ্ভুত, একি অদ্ভুত, একি অদ্ভুত।
অদ্ভুত আমার আশা ।
পাল তুলিয়ে, হাওয়ায় দুলিয়ে, মন ভুলিয়ে
মৃদু মৃদু, ধীরে ধীরে, টুকটুক, চুপচুপ
বিড়ালের মত করে।
মাথা নিচু, লজ্জায় লাল, দ্বিধাদ্বন্দে লজ্জাবতী পাতা
কিংবা নববধূর মতো করে।
ওহ্ আফসোস- -
একি অদ্ভুত, একি অদ্ভুত, একি অদ্ভুত।
না না টুকটুক, চুপচুপ করে নয়।
ঠন ঠন, হন হন, ধুকু ধুকু মনে-
ছুটে চলা রানারের উচ্চ উচ্চ গতিতে
রাতের পাহারাদার নির্ভীক প্রহরী
কুকুরের সাহস নিয়ে
ওহ্ আফসোস- -
একি অদ্ভুত, একি অদ্ভুত, একি অদ্ভুত।
না না এবার আমার মতো করে
দূর্বার বেগে,দূর্বার গতিতে,অজস্র শক্তি নিয়ে।
তোমাকে স্পর্শ করতে, তোমাকে ভালবাসতে-
তোমাকে বধূ বানাতে।
হাতের নাগালে রাখতে তোমাকে।
ওহ্ আফসোস- -
একি অদ্ভুত, একি অদ্ভুত, একি অদ্ভুত।
অদ্ভুত আশা আমার।
আমার আশা জাগানো প্রথম আশা
আশা জাগানো দ্বিতীয় কিংবা শেষ আশা।
একি অদ্ভুত, একি অদ্ভুত, একি অদ্ভুত।
অদ্ভুত আমার আশা ।
কেমন লাগল পরামর্শ আশা করছি।
No comments:
Post a Comment