পৃথিবী কত বিচিত্র, কত রহস্যময়তা আছে। রহস্য পৃথিবীর চিরন্তন সঙ্গী। কোন জ্ঞানী একটা রহস্যের আবরন সরালে, সেই মেমব্রেন আবার অন্য কোন রহস্যর আবরন সৃষ্টি করবে। বিষয়টা ঠিক এরকম আমার জন্মের আগে আমার বাবা, তার জন্মের আগে দাদা , তাহার জন্মেও আগে বাবার দাদা। কিছুদিন পর বাবা থাকবে না, আমি হব বাবা। তারপর আমি দাদা আমার সন্তান হবে বাবা - মা। পৃথিবীর রহস্য ঠিক তাই। রহস্য এর ক্রোমোজোম দিয়ে বংশবৃদ্ধি করতে থাকবে। একটি রহস্যর আবরণ সরে যাবে বংশ রক্ষার জন্য আবার একটি রহস্য আমরা দেখতে পাব।
রহম্যময় পৃথিবীতে আগে অনেক দিবস ছিল না। যেমন আয়েশা ফয়েজ বলেছেন ( হুমায়ুন আহমেদের মা) “আমাদের সময় মা দিবস কি জানতাম না”। বাবা দিবস হয়ত ছিল না। আরও কত দিবস তো ছিলনা, যা এখন আছে। কিছুদিন পর আরো কত দিব যুক্ত হবে কে জানে।
পৃথিবীর সব প্রেমিক -প্রেমিকা ভালবাসা দিবস খুব স্বরণের সাথে পালন করছে। তারা কি শুধু ঐ দিনেই ভালবাসে ? শুধু ঐ দিন না , প্রতিদিন ভালবাসে। কিন্তু ভালবাসাকে আরোও উজ্জীবিত করার জন্য ভালবাসাকে আরও বিকশিত করার জন্য ‘ভালবাসা দিবস’ ।
একটি গান ইদানীং খুব প্রাণে শুনছি ‘কিছুটা দ্বন্দ মানে জীবনে ছন্দ আনা’। প্রেমিক প্রেমিকার প্রেম জীবনে দ্বন্দ তো নিত্য সঙ্গী। দ্বন্দ তাদের ঘনিষ্ট সঙ্গী। দ্বন্দ না থাকলে আসলে জীবনের রোমাঞ্চ থাকে না। রোমাঞ্চ কে আরও প্রস্ফুটিত করার জন্য দ্বন্দ দিবস থাকা প্রয়োজন নাই কি? আমার মনে হয় আছে। ঐ দিন প্রেমিক - প্রেমিকার শুধু রাগ করবে। আর ঐ দিনটা হবে প্রেমিক - প্রেমিকার জন্য রাগ দিবস।
ডাইরি থেকে
তারিখ ১৫.০৫.২০০৮
কেমন লাগল পরামর্শ আশা করছি।
রহম্যময় পৃথিবীতে আগে অনেক দিবস ছিল না। যেমন আয়েশা ফয়েজ বলেছেন ( হুমায়ুন আহমেদের মা) “আমাদের সময় মা দিবস কি জানতাম না”। বাবা দিবস হয়ত ছিল না। আরও কত দিবস তো ছিলনা, যা এখন আছে। কিছুদিন পর আরো কত দিব যুক্ত হবে কে জানে।
পৃথিবীর সব প্রেমিক -প্রেমিকা ভালবাসা দিবস খুব স্বরণের সাথে পালন করছে। তারা কি শুধু ঐ দিনেই ভালবাসে ? শুধু ঐ দিন না , প্রতিদিন ভালবাসে। কিন্তু ভালবাসাকে আরোও উজ্জীবিত করার জন্য ভালবাসাকে আরও বিকশিত করার জন্য ‘ভালবাসা দিবস’ ।
একটি গান ইদানীং খুব প্রাণে শুনছি ‘কিছুটা দ্বন্দ মানে জীবনে ছন্দ আনা’। প্রেমিক প্রেমিকার প্রেম জীবনে দ্বন্দ তো নিত্য সঙ্গী। দ্বন্দ তাদের ঘনিষ্ট সঙ্গী। দ্বন্দ না থাকলে আসলে জীবনের রোমাঞ্চ থাকে না। রোমাঞ্চ কে আরও প্রস্ফুটিত করার জন্য দ্বন্দ দিবস থাকা প্রয়োজন নাই কি? আমার মনে হয় আছে। ঐ দিন প্রেমিক - প্রেমিকার শুধু রাগ করবে। আর ঐ দিনটা হবে প্রেমিক - প্রেমিকার জন্য রাগ দিবস।
ডাইরি থেকে
তারিখ ১৫.০৫.২০০৮
কেমন লাগল পরামর্শ আশা করছি।
No comments:
Post a Comment