কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Tuesday, 22 May 2018

কোটা নিয়ে ঝামেলার মূলে আছে গরীব বাবারা।


আমি যখন ছোট ছিলাম ক্লাশ টু থ্রি পড়ি। আমাকে ভালভাবে পড়াশুনা করার জন্য প্রায় তাগিদ দেওয়া হতো। আমার বাবা অল্প শিক্ষিত। আমার ভাল করার জন্য তার কিছু পদক্ষেপ খুবই অমানান। তবে কিছু পদক্ষেপ খুবই মানানসহ ছিল। যেমন ক্লাশ টুতে (ঠিক মনে নাই থ্রিও হতে পারে) পড়া অবস্থায় ঘোষনা দিলেন টু পাশ করলে আমাকে একটা সাইকেল কিনে দিবেন। সাইকেল ওর্ডার দেওয়া হয়ে গেছে। আমি ক্লাশ টু পাশ করলাম সাইকেল পাইলাম না। যুক্তি হচ্ছে চাকা দুটো বানানো শেষ। ফোর পাশ কর সাইকেলের বাকীটা বানানো হোক তারপর সাইকেল পেয়ে যাবে। ফাইভ পাশ করলাম কিন্তু সাইকেল পাইলাম না

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।