কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Showing posts with label ইউপি সদস্য. Show all posts
Showing posts with label ইউপি সদস্য. Show all posts

Thursday, 16 April 2020

আজব নাকি গুজবী খবর

(ময়দার মিল থেকে চাল উৎপাদন, চাল চুরি রোধের ক্ষুদ্র প্রয়াস)
বাংলাদেশে একটি ময়দার মিলের সন্ধান পাওয়া গেছে। মিলটার বিশেষত হচ্ছে এ মিল থেকে চাল উৎপাদন হবে। সবাই মিলে চাল উৎপাদনের জোড় প্রচেষ্টা চালাচ্ছে। চাল উৎপাদনের কাছাকছি যাচ্ছে, আবার কোন এক অজানা কারনে সিস্টেম লস করছে। ঠিক যেন বাংলাদেশের রাজনীতির আশার মতো। এবার রাজনীতির অমূল পরিবর্তন হবে। পরিবর্তনের কাছাকাছি গিয়ে সিস্টেম লস হয়ে যাচ্ছে। ময়দার মিলের সিস্টেম এবং আমাদের রাজনীতির সিস্টেমের মধ্যে কোথায় যেন একটা গলদ আছে। ফলাফলের কাছাকাছি গিয়েও ফল হচ্ছে না কেন? রাজনৈতিক সিস্টেম একটু বিশ্লেষণ করি, ময়দা মিল থেকে চাল উৎপাদন পরে দেখবোই ইনশাল্লাহ।

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।