পৃথিবী কত বিচিত্র, কত রহস্যময়তা আছে। রহস্য পৃথিবীর চিরন্তন সঙ্গী। কোন জ্ঞানী একটা রহস্যের আবরন সরালে, সেই মেমব্রেন আবার অন্য কোন রহস্যর আবরন সৃষ্টি করবে। বিষয়টা ঠিক এরকম আমার জন্মের আগে আমার বাবা, তার জন্মের আগে দাদা , তাহার জন্মেও আগে বাবার দাদা। কিছুদিন পর বাবা থাকবে না, আমি হব বাবা। তারপর আমি দাদা আমার সন্তান হবে বাবা - মা। পৃথিবীর রহস্য ঠিক তাই। রহস্য এর ক্রোমোজোম দিয়ে বংশবৃদ্ধি করতে থাকবে। একটি রহস্যর আবরণ সরে যাবে বংশ রক্ষার জন্য আবার একটি রহস্য আমরা দেখতে পাব।