পৃথিবী কত বিচিত্র, কত রহস্যময়তা আছে। রহস্য পৃথিবীর চিরন্তন সঙ্গী। কোন জ্ঞানী একটা রহস্যের আবরন সরালে, সেই মেমব্রেন আবার অন্য কোন রহস্যর আবরন সৃষ্টি করবে। বিষয়টা ঠিক এরকম আমার জন্মের আগে আমার বাবা, তার জন্মের আগে দাদা , তাহার জন্মেও আগে বাবার দাদা। কিছুদিন পর বাবা থাকবে না, আমি হব বাবা। তারপর আমি দাদা আমার সন্তান হবে বাবা - মা। পৃথিবীর রহস্য ঠিক তাই। রহস্য এর ক্রোমোজোম দিয়ে বংশবৃদ্ধি করতে থাকবে। একটি রহস্যর আবরণ সরে যাবে বংশ রক্ষার জন্য আবার একটি রহস্য আমরা দেখতে পাব।
কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন
Showing posts with label প্রেমিক. Show all posts
Showing posts with label প্রেমিক. Show all posts
Tuesday, 4 October 2016
Monday, 17 March 2014
তুমি এসো
তুমি এসো
রাতের আকাশের তারার মত এসো তুমি
গোপনে এই হৃদয়ে ।
এমন দিনে-
যে দিন থাকবে না মেঘ
যে দিন থাকবে না বৃষ্টি
যে দিন থাকবে না বাতাস
যে দিন থাকবে শুধু জ্যোৎস্না ।
মাঘের সকালের রোদের মত এসো
যে দিন থাকবেনা কুয়াশা ।
গোপনে এই হৃদয়ে ।
এমন দিনে-
যে দিন থাকবে না মেঘ
যে দিন থাকবে না বৃষ্টি
যে দিন থাকবে না বাতাস
যে দিন থাকবে শুধু জ্যোৎস্না ।
মাঘের সকালের রোদের মত এসো
যে দিন থাকবেনা কুয়াশা ।
Wednesday, 12 March 2014
হায়! বে উপায় প্রেমিক ১
Happy new year ২০৯০ মি: ব্রাউন। মি: রমেশ শুভেচ্ছা জানাল। মনে কর এখন ২০৯০ সাল। রমেশ ঠাকুরগাঁও হতে ঢাকা যাবে বিমান ইন্জিন নষ্ট। তবে ২০১১ সালের একটা পুরনো মিনিবাস আছে। ২০৯০ সালের বিজ্ঞানের বৈপ্লবিক যুগে মিনিবাস, প্রাইভেট কার, কোচ ভ্রমনে ঢাকা যাওয়া স্ট্যাটাস এর মধ্যে পরে না। সর্বনিম্ন আয়ের মানুষ ২০৯০ সালে এ ভ্রমন পছন্দ করে না। রামেশ বেচারী কি আর করবে তার তো অতি জরুরী সময়ে স্ট্যাটাস এর সহিত ভ্রমন করা হচ্ছে না, তার তো বিমান নষ্ট। অগত্য রমেশ মিনিবাসে ভ্রমন শেষ করবে।
বিশুদ্ধ
জল হবে জল
এক পশলা জল ।
নক্ষত্র হতে নক্ষত্র রাজি পর্যন্ত
ছেদ করি উত্তর হতে দক্ষিণ
দক্ষিণ হতে উত্তর মেরু ।
চৈত্রক্রান্তি কাল বৈশাখীর মতো
দূর্বার বেগে লন্ডভন্ড করে ওঠি ,
সিংহের গর্জনে হুংকার দিয়ে ওঠি ,
অনেক বল সঞ্চয় করে অসহ্য গতিতে ছুটি
পৃথিবী পৃষ্টে ।
এক পশলা জল ।
নক্ষত্র হতে নক্ষত্র রাজি পর্যন্ত
ছেদ করি উত্তর হতে দক্ষিণ
দক্ষিণ হতে উত্তর মেরু ।
চৈত্রক্রান্তি কাল বৈশাখীর মতো
দূর্বার বেগে লন্ডভন্ড করে ওঠি ,
সিংহের গর্জনে হুংকার দিয়ে ওঠি ,
অনেক বল সঞ্চয় করে অসহ্য গতিতে ছুটি
পৃথিবী পৃষ্টে ।
Subscribe to:
Posts (Atom)
বই পড়ুন
একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।