কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Sunday, 14 November 2021

সত্য জগতের বাসিন্দা

(যেখানে কেউ মিথ্যা বলেন না।)

এমন একটা জগতের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো, যেখানে কেউ মিথ্যা বলেন না। কিন্তু তার আগে-
আমার বাবার দাদারা তিন ভাই। আমরা জানটু মহম্মদ এর পক্ষ। অন্য আর এক পক্ষ দাবী করছেন, তারা আমাদের কাছে জমি পাবেন। এজন্য তারা ইউনিয়ন পরিষদে অভিযোগ দাখিল করেন। অভিযোগ পত্রে তারা উল্লেখ করেন, আমরা অত্যান্ত দূর্দান্ত, ভূমি দস্যু, জবর দখলকারী আরও ইত্যাদি। অথচ জমি নিয়ে তাদের সাথে মারামারি, কথা কাটাকাটি বা ঝগড়া কিছুই হয়নি। তাদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো। ঐ পক্ষের লিডারের সাথে আমার সম্পর্ক আরও বেশী ভালো। আমি নিশ্চিত- অভিযোগে পত্রে লিখেলেও, সে নিজে এটা বিশ্বাস করে না। আমি তার সাথে (লিডারের সাথে) কথা বললাম। তার ভাষ্য, এসব কথা না লিখলে অভিযোগটা শক্ত হবে না। অভিযোগ লিখার সাহায্যকারী তাকে এসব কথা লিখে দিয়েছেন। আমরা জবর দখলকারী, ভূমি দস্যু এটা সে মনে করেন না। সে নিজে মনে না করলেও, লিখেছেন। মিথ্যা হলেও এটাকে সে মিথ্যা বলছেন না। এবং অনেকেই বিশ্বাস করেন- লেখার সময় এমন করে লিখতে হয়। তা না হলে অভিযোগটা শক্ত হবে না। ‍অনেক শিক্ষিত লোকও এই ধারনায় বিশ্বাস করেন।

Friday, 12 November 2021

প্রেগন্যান্সি নাকি অসুস্থ।

অসুস্থতা হলো জীবের সাধারণ প্রক্রিয়ার বাইরে একটা অস্বাভাবিকতা, অক্ষমতা বা স্বাস্থ্যহানি। একজন মানুষের প্রতিদিন গড়ে ছয় থেকে আট ঘণ্টা ঘুমানোর দরকার। কিন্তু আপনার বারো ঘন্টা ছাড়া হয় না। অথবা আপনি এত চেষ্টা করছেন কোন ক্রমেই তিন চার ঘণ্টার বেশি ঘুমাতে পারছেন না। তাহলে আপনি অসুস্থ। মেয়েদের ক্ষেত্রে আঠাইশ প্লাশ মাইনাস দুই দিন পর পর মাসিক হওয়ার কথা। কিন্তু আপনার কখনো বিশ দিনে হয়, কখনো পঁয়ত্রিশ দিনে হয় অথবা মাসিকেই হয় না, তাহলে আপনি অসুস্থ।আপনি বিয়ে শাদি করেছেন। চার, পাঁচ, আট, নয়, দশ বছর হয়ে গেল। আপনার সন্তান হয় না, তাহলে আপনি অসুস্থ।

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।