(যেখানে কেউ মিথ্যা বলেন না।)
আমার বাবার দাদারা তিন ভাই। আমরা জানটু মহম্মদ এর পক্ষ। অন্য আর এক পক্ষ দাবী করছেন, তারা আমাদের কাছে জমি পাবেন। এজন্য তারা ইউনিয়ন পরিষদে অভিযোগ দাখিল করেন। অভিযোগ পত্রে তারা উল্লেখ করেন, আমরা অত্যান্ত দূর্দান্ত, ভূমি দস্যু, জবর দখলকারী আরও ইত্যাদি। অথচ জমি নিয়ে তাদের সাথে মারামারি, কথা কাটাকাটি বা ঝগড়া কিছুই হয়নি। তাদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো। ঐ পক্ষের লিডারের সাথে আমার সম্পর্ক আরও বেশী ভালো। আমি নিশ্চিত- অভিযোগে পত্রে লিখেলেও, সে নিজে এটা বিশ্বাস করে না। আমি তার সাথে (লিডারের সাথে) কথা বললাম। তার ভাষ্য, এসব কথা না লিখলে অভিযোগটা শক্ত হবে না। অভিযোগ লিখার সাহায্যকারী তাকে এসব কথা লিখে দিয়েছেন। আমরা জবর দখলকারী, ভূমি দস্যু এটা সে মনে করেন না। সে নিজে মনে না করলেও, লিখেছেন। মিথ্যা হলেও এটাকে সে মিথ্যা বলছেন না। এবং অনেকেই বিশ্বাস করেন- লেখার সময় এমন করে লিখতে হয়। তা না হলে অভিযোগটা শক্ত হবে না। অনেক শিক্ষিত লোকও এই ধারনায় বিশ্বাস করেন।