কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Friday 12 November 2021

প্রেগন্যান্সি নাকি অসুস্থ।

অসুস্থতা হলো জীবের সাধারণ প্রক্রিয়ার বাইরে একটা অস্বাভাবিকতা, অক্ষমতা বা স্বাস্থ্যহানি। একজন মানুষের প্রতিদিন গড়ে ছয় থেকে আট ঘণ্টা ঘুমানোর দরকার। কিন্তু আপনার বারো ঘন্টা ছাড়া হয় না। অথবা আপনি এত চেষ্টা করছেন কোন ক্রমেই তিন চার ঘণ্টার বেশি ঘুমাতে পারছেন না। তাহলে আপনি অসুস্থ। মেয়েদের ক্ষেত্রে আঠাইশ প্লাশ মাইনাস দুই দিন পর পর মাসিক হওয়ার কথা। কিন্তু আপনার কখনো বিশ দিনে হয়, কখনো পঁয়ত্রিশ দিনে হয় অথবা মাসিকেই হয় না, তাহলে আপনি অসুস্থ।আপনি বিয়ে শাদি করেছেন। চার, পাঁচ, আট, নয়, দশ বছর হয়ে গেল। আপনার সন্তান হয় না, তাহলে আপনি অসুস্থ।
আজকে ক্লাশে একজন ছাত্রী আসে নাই, ওর ক্লাশে না আসার কারণ অন্য এক ছাত্রীকে জিজ্ঞাসা করলাম। ছাত্রী বললো-"স্যার ও আর আসবে না, ও অসুস্থ"। তার কথায় বুঝে গেলাম নতুন আগমনী বার্তা। সম্ভবত সুখবর এটাই প্রথম। এজন্য বাড়তি যত্ন দরকার। আমিও মনে মনে খুশি হলাম। মানুষের জীবনে সন্তান অনেক বেশি দরকার। যেসব দম্পতির সন্তান হয় না, তাদের কষ্টের কোন সীমা নেই। আমি মনে করি- সন্তান লালন পালন করা জীবনের অন্যতম একটা উদ্দেশ্য। সন্তানের হাসিতেই পিতা-মাতা শেষ হাসি হাসেন। সন্তান একটা নিয়ামত।

এই নিয়ামত লাভের অন্যতম একটি প্রক্রিয়া গর্ভধারণ বা কনসেপ্ট হওয়া বা প্রেগন্যান্সি। গর্ভবতী হওয়া ছাড়া কোন ভাবেই সন্তান লাভ সম্ভব নয়। আসলে গর্ভবতী হওয়াই আসল নিয়ামত। আর এত বড় একটা নিয়ামতকে আমরা বলছি অসুস্থ। বলছি এভাবে- " আমার বউ অসুস্থ, আমার ভাবী অসুস্থ, আমার মেয়ে অসুস্থ ইত্যাদি"। এই অসুস্থতা আপনার নিয়ামতের সুসংবাদ দিচ্ছে। এবং এটা কোন ভাবেই অসুস্থতা নয়, স্বাভাবিক প্রক্রিয়া। এমনকি এটা খুব খুব খুব দরকারি। বরং কনসেপ্ট না হওয়াটাই অসুস্থতা। অথচ প্রেগন্যান্ট, গর্ভবতী, কনসেপ্ট, ইত্যাদি সুনির্দিষ্ট নাম থাকা সত্ত্বেও, আমরা ব্যাবহার করছি না। আমরা ব্যবহার করছি অসুস্থ নামক একটা শব্দ। কিন্তু কেন? ? 

No comments:

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।