কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Showing posts with label চশমা. Show all posts
Showing posts with label চশমা. Show all posts

Monday, 17 March 2014

চশমা ক্রেতা মাহবুর

আমার বন্ধু মাহবুব। ও আমার বন্ধু, প্রথমে বলে দেওয়া প্রয়োজন ও আমার কেমন বন্ধু আমি ওর কতটা কাছাকাছি যেতে পেরেছি অথবা ও আমার কতটা কাছাকাছি এসেছে। ওর কাছাকাছি আসাটা আমার জানা নাই।তবে আমি ওর খুব কাছাকাছি যাইনি। আরও ভাল করে স্পষ্ট করতে হলে বলতে হবে আমি কখনও আমার আপনজন বলে গ্রহন করিনি। তাহলে বন্ধুত্ব কি দূরের জনের সাথে হতে পারে। হ্যা তা হয় সব সময় হয় এবং আজ অবধি হচ্ছে ভবিষ্যৎ এ হতে থাকবে।
কিন্তু আবার অপরপক্ষে বন্ধুত্ব হিসেব করে চলে হুট হাট হয়ে যাই না। আর হয়ে গেলে হুট হাট হারিয়ে যাই না দুরত্ব বেড়ে যাওয়ার পরও বন্ধুত্ব থাকে অটুট।

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।