কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Thursday, 10 April 2014

যদি একবার দেখা হয়

যদি একবার দেখা হয়, নিঃসংকোচে বলে দিব

যেমন অঙ্কুর বীরদর্পে বলে,
আমি ধরনীতে জেগে ওঠলাম,
সাবধান কার্বন ডাই অক্সইড।
ঠিক তেমন বীরত্বে নিঃসংকোচে বলে দিব ।


বীরত্বের ভঙ্গিমা
তোমায় কুকড়ে দিবে, নয়তো লজ্জায় লাল করবে-
নয়তো তুমি বলবে- ”সেনাপতি  . . . . .”।

সত্যি বলছি যদি একবার দেখা হয়, নিঃসংকোচে বলে দিব।

থাক যা ললাটে। বীরত্বর ভঙ্গিমা অবশ্যই থাকবে।
 আমার  ঊষালগ্নের ফুলকির মত বীরত্ব
তোমাকে নমনীয় করবে, নয়তো বীরত্ব জাগাবে
নয়তো শাসকের অন্তরালে শোষক বানাবে।
আমি একদম পিছপা হরো না। একটুও ঠোট কাঁপবে না,
দরকার পড়লে তোতা পাখি হব।

তবুও বলবো, হাসিনা।
যদি একবার দেখা হয নিংসংকোচে বলবো।
তুমি শাসক নও, শোষক। তুমি রাজনীতির কলঙ্গ,
তুমি বঙ্গবন্ধুর বদনাম, রক্ষক হয়ে আর করো না ভক্ষন।

যদি দ্বিতীয় বার দেখা হয়, সাধারন ভাবে বলবো
আমি তোমায় ভালবাসি, তুমি বঙ্গবন্ধুর কন্যা।




কেমন লাগল পরামর্শ আশা করছি।

No comments:

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।