কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Wednesday, 19 March 2014

কি শিরোনাম দিব বুঝতে পারি না।

আশে পাশে কেউ নেই
অগ্রহায়ন মাসের হিমেল হাওয়া
শিওরিয়ে দিচ্ছে গা,
ঠান্ডায় কম্পিত নয়।
মাথার উপর হেলিয়ে আছে
ভঁরপুর ঈদের দিনের চাঁদ
পিপলের পাতা গুলো ঝর ঝর –
ঝির ঝির করছে।
হঠাৎ হঠাৎ কেউ যেন যাচ্ছে আসছে।
না সব মনের ভ্রম।
Lonely light man photo

আমার সামনে বিশাল খোলা মাঠ
পিছনে চীনের প্রাচীর স্কুল ঘর
এরা আমার সঙ্গী।

আমার সঙ্গী ঝক ঝক নীল আকাশ
সঙ্গী শরীর কাঁপানো সুরুত শব্দ
সঙ্গী ধক করে বুক কাঁপানো
পিঠ গড়ানো গাছের পাতা।

মাঝরাতে
ভংয়কর দৃশ্যের চারপাশে একা
বড় কঠিন একা ।
নিস্তব্ধতা,নীরবতার ভয়ালমূর্তির
 মাঝে ডুবে আছি।
চারদিকে ঘিরে আছে ভয়ংকর ভয়
তবুও সতেজ তরতাজা যুবক।

সংকুচিত হয় ,নুইয়ে য়ায, কুঁজে য়ায
দমে দমে ধক ধক করে বুক
সমস্ত দেহ ছিঁড়ে ছিঁড়ে য়ায
ভয়ালমূর্তির ভংয়কর ভয় তুচ্ছ বনে য়ায।
যখন ভাবি , তুমি ভালবাস না।


https://www.facebook.com/akdazad 
you get me  on facebook


কেমন লাগল পরামর্শ আশা করছি।



No comments:

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।