আশে পাশে কেউ নেই
অগ্রহায়ন মাসের হিমেল হাওয়া
শিওরিয়ে দিচ্ছে গা,
ঠান্ডায় কম্পিত নয়।
মাথার উপর হেলিয়ে আছে
ভঁরপুর ঈদের দিনের চাঁদ
পিপলের পাতা গুলো ঝর ঝর –
ঝির ঝির করছে।
হঠাৎ হঠাৎ কেউ যেন যাচ্ছে আসছে।
না সব মনের ভ্রম।
আমার সামনে বিশাল খোলা মাঠ
পিছনে চীনের প্রাচীর স্কুল ঘর
এরা আমার সঙ্গী।
আমার সঙ্গী ঝক ঝক নীল আকাশ
সঙ্গী শরীর কাঁপানো সুরুত শব্দ
সঙ্গী ধক করে বুক কাঁপানো
পিঠ গড়ানো গাছের পাতা।
মাঝরাতে
ভংয়কর দৃশ্যের চারপাশে একা
বড় কঠিন একা ।
নিস্তব্ধতা,নীরবতার ভয়ালমূর্তির
মাঝে ডুবে আছি।
চারদিকে ঘিরে আছে ভয়ংকর ভয়
তবুও সতেজ তরতাজা যুবক।
সংকুচিত হয় ,নুইয়ে য়ায, কুঁজে য়ায
দমে দমে ধক ধক করে বুক
সমস্ত দেহ ছিঁড়ে ছিঁড়ে য়ায
ভয়ালমূর্তির ভংয়কর ভয় তুচ্ছ বনে য়ায।
যখন ভাবি , তুমি ভালবাস না।
https://www.facebook.com/akdazad
অগ্রহায়ন মাসের হিমেল হাওয়া
শিওরিয়ে দিচ্ছে গা,
ঠান্ডায় কম্পিত নয়।
মাথার উপর হেলিয়ে আছে
ভঁরপুর ঈদের দিনের চাঁদ
পিপলের পাতা গুলো ঝর ঝর –
ঝির ঝির করছে।
হঠাৎ হঠাৎ কেউ যেন যাচ্ছে আসছে।
না সব মনের ভ্রম।
Lonely light man photo |
আমার সামনে বিশাল খোলা মাঠ
পিছনে চীনের প্রাচীর স্কুল ঘর
এরা আমার সঙ্গী।
আমার সঙ্গী ঝক ঝক নীল আকাশ
সঙ্গী শরীর কাঁপানো সুরুত শব্দ
সঙ্গী ধক করে বুক কাঁপানো
পিঠ গড়ানো গাছের পাতা।
মাঝরাতে
ভংয়কর দৃশ্যের চারপাশে একা
বড় কঠিন একা ।
নিস্তব্ধতা,নীরবতার ভয়ালমূর্তির
মাঝে ডুবে আছি।
চারদিকে ঘিরে আছে ভয়ংকর ভয়
তবুও সতেজ তরতাজা যুবক।
সংকুচিত হয় ,নুইয়ে য়ায, কুঁজে য়ায
দমে দমে ধক ধক করে বুক
সমস্ত দেহ ছিঁড়ে ছিঁড়ে য়ায
ভয়ালমূর্তির ভংয়কর ভয় তুচ্ছ বনে য়ায।
যখন ভাবি , তুমি ভালবাস না।
https://www.facebook.com/akdazad
you get me on facebook
কেমন লাগল পরামর্শ আশা করছি।
কেমন লাগল পরামর্শ আশা করছি।
No comments:
Post a Comment