কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Wednesday, 10 September 2014

চলে যাবো।

যেতে তো হবেই, যাওয়ার জন্যই তো আসা।
দিনাজপুর থেকে ঢাকা আসবো, দিনাজপুরে-
কারও গালে চুমু, কারও কপালে চুমু, কাওকে জড়িয়ে ধরে,
ছল ছল চোখে বলছি, যাইরে বন্ধু দোয়া রাখিস।
কাওকে মায়া জড়িত কান্নায় বলছি-
ভাই গেলাম ভুল হলে ক্ষমা করিবেন।


আসলে যাওয়ার জন্যই তো আসা। 

ঢাকা হতে হবিগঞ্জ আসছি, ঢাকায়-
বাই দোস্ত আবার দেখা হবে।
কাউকে দূর থেকে হাত নেড়ে বলছি-
ভাই গেলাম দোয়া রাখিবেন। 


যেতে তো হবেই যাওয়ার জন্যই যে আসা।


হবিগঞ্জ থেকে পঞ্চগড় যাচ্ছি, হবিগঞ্জে-
আমার দোস্তরা নেই, আমার ভাইয়েরা নেই
আছে আমার ছাত্রীরা।
কি সম্বোধন করব তাদের, জানিনা।
শুধু মনে হয়, একদিন ঠিকই চলে যাব।
চিরদিনের যাওয়ার চেয়ে, ক্ষনিকের যাওয়াটাই আমার সান্তনা।
দোয়া রাখবেন শেষ যাওয়াটা যেন সফল হয়।


কেমন লাগল পরামর্শ আশা করছি।

No comments:

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।