কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Tuesday, 29 November 2016

রামপুরীয়া কানাডিয়ান সাইনটিস্ট

কি ? ------------ নাকি গালি মনসুর নানার জন্য?
শ্যালার ব্যাটা শ্যালা বাইনচোদ তি কি জন্মিবার জায়গা পাইস নি। তোকে রামপুরে জন্ম গ্রহন করবা হবে। তোর কারনে জীবনটা আমার ছ্যাড়াবেড়া হয়ে যাচ্ছে। মনসুর তোমাকে এত সব গালি দিচ্ছি। অন্য কারও এত সাহস হবে কি না, আমি জানিনা। আমি কিন্তু অনেক সাহসী (সত্যি ছোট কালে খুব সাহসী ছিলাম)। ব্যাটা তোমাকে পাইলে কুচি কুচি করে কাটতাম। একবার আমার সাথে দেখা করে দেখ আমি তোমাকে কি করি।
মনসুর নানা আপনাকে সেই ছোটকালে এই রকম বাজে ভাষায় গালি দিয়েছি। যখন আমার বাবা বলত “দেখছ মনসুর
কত কষ্ট করে পড়াশুনা করে, কত ভাল জায়গায় আছে। আর তুমি খালি ভাল ভাল জামা চাও, ভাল ভাল প্যান্ট চাও। এত এত টাকা দিচ্ছি তাও তোমার হয় না। বাড়ীতে ছোট খাট দু একটা কাজ করবে, তাও কর না।”
একটা জামা চাইলে, একটা প্যান্ট চাইলে, সামান্য টাকা চাইলে, ছোট কোন কাজ করতে অস্বীকৃতি জানালে। আমার উপর চলতো বানীর নির্মম অত্যাচার, যা আপনাকে (মনসুর) উদাহরন দিয়ে। আর আমি অতি কষ্টে, নীরবে আপনার উপর চলাইতাম আমার গালির নির্মম অত্যাচার। যাহা কেউ বুঝতে পারতো না। সেই ছোটকালে যত বেশী রাগ যত বেশী ঘৃনা ছিল, আজ তার চেয়ে অনেক বেশী গর্ববোধ করি। ব্যাক্তিগত কোন উপকার হোক আর না হোক, সামাজিক ভাবে আমরা রামপুর বাসী আপনাকে নিয়ে গর্ববোধ করি। গলা উচু করে বলতে পারি “ঐ দেখ কানাডা প্রবাসী সাইনটিস্ট (ঝপরবহঃরংঃ)মনসুর আমাদের রামপুর বাসী”। সত্যি আপনার জন্মিবার জায়গা ‘রামপুর’ আমাদের জন্য আশীর্বাদ। আমরা আপনাকে যথেষ্ট সম্মান করতে পারি নাই। আর একবার রামপুর আসেন দেখবেন রামপুর আপনাকে কিভাবে গ্রহন করে ।
আপনি রামপুর আসবেন তা আমি জানি, মনে প্রানে বিশ্বাস করি। রামপুর আপনার গ্রাম। রামপুর আপনার নাড়ি ভুরির জায়গা। এই নাড়ি ভুরি আপনাকে টানে নিয়ে আসবে। রামপুর বাসী আপনাকে ভালবাসে, আপনি রামপুর বাসীকে ভালবাসেন। এই ভালবাসা আপনাকে টানে নিয়ে আসবে। একবার আসেন আমাদের তরুনদের মাঝে স্বপ্ন জাগিয়ে দেন। দারিদ্রের কষাঘাতে আমরা স্বপ্ন দেখা ভুলে গেছি।



মোঃ আবুল কালাম আজাদ
রামপুর বাসী (আপনার জন্ম স্থান)


কেমন লাগল পরামর্শ আশা করছি।

No comments:

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।