কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Tuesday, 23 October 2018

নারী এবং কম্পিউটার।

আমরা জানি আজ থাকে অনকে বছর আগে এক হাজার দেড় হাজার কিংবা তারও একটু আগে বা পরে আমাদের সমাজ ছিল নারী শাসিত সমাজ। নারীরা ছিল সকল ক্ষমতার মূল উৎস। ওই সমাজে কোন বিয়ে ছিলনা। ইতহিাস ঘাটলে তারই প্রমান পাওয়া যায়। তারা দশ জন, বিশ জন কিংবা তারও বেশী দলবদ্ধ ভাবে বসবাস করতো। কে কার স্বামী বা কে কার বউ এমন কোন নিয়ম ছিলনা। তাই নারীই ছিল তার পরর্বতী প্রজন্মরে একমাত্র পরিচায়ক।

Wednesday, 10 October 2018

অবুঝ মানবিক পঞ্চগড়

“মানবতার জন্য নাটক” এই স্লোগানে পঞ্চগড়ে শুরু হইছে এক সপ্তাহ ব্যাপি আর্ন্তজাতিক নাট্য উৎসব - ২০১৮। আমি প্রথম যেদিন খবরটা দেখলাম বা শুনলাম, আমার খুবই ভালো লাগলো। মানবতার এই শহরেএ রকম একটা উৎসব হবে খুবই চমৎকার। পঞ্চগড়ের মানবিক মানুষ গুলো নাটক দেখে আরো মানবিক হয়ে উঠবে, ভাবতেই ভালো লাগছে। পঞ্চগড় কে মানবিক শহর বলছি কারণ আমি বাংলাদেশের যত গুলো শহরে বাস করছি তার মধ্যে পঞ্চগড়ের মানুষ কে অনেক মানবিক বলে মনে হইছে। তবে আমাকে যখন পঞ্চগড়ে বদলি করে, আমি খুবই অখুুশি ছিলাম। বদলি দ্ওেয়ার আগে হেড -অফিস থেকে আমাকে বলা হয়েছিল আপনি কোথায় বদলি চান। আমার উত্তর ছিল পঞ্চগড় বাদে যে কোনো অফিসে বদলি করলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কি আর করার হেড-অফিস বলে কথা। পঞ্চগড়ে বাস করার প্রায় ৪বছর হল। আমি এখন পঞ্চগড়ীয়া। পঞ্চগড়ের লোকজন আসলেই মানবিক এটা আমি বিশ্বাস করি।

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।