স্যার- উত্তরবঙ্গ তো।
# স্যার আমার ছুটি লাগবে, আমি কালকে বাসা যাবো।# বাসা যাবা তো ছুটি লাগবে কেন?
স্যার উত্তর বঙ্গ তো! ও আসলে বাড়ী যাবে। একজন সহকর্মী তাচ্ছিল্যর সহিত বললো।
আমার ফ্রেন্ড এবং তার অফিসের কথোকথন, সাথে আমিও ছিলাম। সেই ২০১২ সালে বাসা এবং বাড়ীর পার্থক্যটা বুঝতে পারিনি। কিন্তু উত্তর বঙ্গ কথাটি খুব দাগ লেগেছিল। অনেককে জিঙ্গাসা করেছি কেউ সদুত্তর দিতে পারেনি অথবা উত্তরে আমি সন্তুষ্ট হয়নি। গত কয়েকদিন আগে ‘হামার রানীসংকৈল’ ফেসবুক গ্রুপে বাসা এবং বাড়ীর প্রার্থক্য জানতে চেয়ে পোস্ট দিলাম। সুখের কথা, বেশীর ভাগ প্রার্থক্য জানে।