কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Sunday, 23 February 2014

জে এস সি শুধু তোমার জন্য

আমি ক্ষুদ্র একজন সামান্য লোক। আমি তোমাদের মাঝ থেকে বড় হয়েছি। তোমরা সবাই আমাকে চিন, জান। নতুন করে পরিচয় করার মত কিছু নেই। তারপরও আমার নাম ঠিকানা সব শেষে দেওয়া আছে।

জন্মগত ভাবে জ্ঞান পিপাসু মানুষ। এর ফলে মানুষ আজ জ্ঞানী সভ্য। এই জ্ঞান মানুষ অর্জন করে বিভিন্ন উপায়ে,বিভিন্ন বিষয়ে,বিভিন্ন ভাবে। জ্ঞান অর্জনের প্রথম ও প্রধান ক্ষেত্র পরিবার। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক বেশী অবদান রাখছে সভ্যতার বিকাশে। মানুষ জ্ঞান অর্জন ও সভ্য হয় দু প্রকারে এক অনুষ্ঠানিক শিক্ষা দুই হচ্ছে, অনুষ্ঠানিক শিক্ষা। অনুষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ে আমাদের সমাজের অšর্তগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন: স্কুল , কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি।

Saturday, 22 February 2014

ধুমপান

"ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর " এই নীতি কথাটি কিছুদিন আগে সিগারেটের প্যাকেটে লিখা ছিল সংবিধিবদ্ধ সতর্কীকরন হিসাবে ।
গত বি. এন. পি. সরকার ক্ষমতায় আসার পর তারা প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে । আমাদের তরুন সমাজকে রক্ষার জন্য এটা ছিল এক যুগান্তকারী পদক্ষেপ । আমি তখন উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র। আমি বি. এন. পি. সরকারের এই উদ্যোগ কে হৃদয় দিয়ে গ্রহন করি। তখন আমার মনে আশার সঞ্চার হয়েছিল ধূমপানের বিভীষিকা থেকে ৩০ বছর পর মুক্ত হবে । আমাদের দেশ ধূমপান মুক্ত দেশে পরিনত হবে । হয়তো ১০০ বছর পর ধূমপান বা সিগারেট কি এটাই জানব না। কেন ১০০ বছর পর আমাদের দেশ ধূমপন মুক্ত হবে তার একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ।

Friday, 21 February 2014

আমি হাজার বছর পর

তারিক টা খুব সুন্দর ৩০দিন ০৩মাস ৩০৩০সাল। মজার ব্যাপার ০ ও ৩  এর খেলা। চার চার টা ৩ ও চার চার টা ০। এরকম দিনে চুপচাপ বসে থাকা যায় না। একটা ইশারা তো চাই। যেমনী ইশারা তেমনী কাজ। গোটা বিশ্ববাসী অবাক একি হচ্ছে এই গ্রহে।

Tuesday, 18 February 2014

বাঙালী

আমি কেন পারিনা

নীলা আমার বউ আমি তার একমাত্র স্বামী । কিন্তু নীলা আমার একমাত্র স্ত্রী নয় । আমার অফসিরে ডেস্ক এ যে মেয়েটি থাকে সেও আমার বউ । আমার পাশরে সহর্কমী নীতু সেও আমার বউ সেজে হাজরি হয় । অফিসের সদর দরজায় হাজির হতেই সীমাকে আমার বউ মনে হয়। অফিসের ডেস্ক এ যাওয়ার পর নীতুকে বউ মনে হয়। অফিস শেষে যখন বাড়িতে আসি তখনই হয় ব্যতিক্রম। হায়রে সীমা কিংবা নীতুর মত আমার বউটা হত ।

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।