কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Wednesday 12 March 2014

বিশুদ্ধ

জল হবে জল
এক  পশলা জল ।
নক্ষত্র হতে নক্ষত্র রাজি পর্যন্ত
ছেদ করি উত্তর হতে দক্ষিণ
দক্ষিণ হতে উত্তর মেরু ।
চৈত্রক্রান্তি কাল বৈশাখীর মতো
দূর্বার বেগে লন্ডভন্ড করে ওঠি ,
সিংহের গর্জনে হুংকার দিয়ে ওঠি ,
অনেক বল সঞ্চয় করে অসহ্য গতিতে ছুটি
পৃথিবী  পৃষ্টে ।

অধ:, উধ:, পূর্ব , পশ্চিম, উত্তর , দক্ষিন।
টর্নেডো, সাইক্লোন, জলোচ্ছাস, ঘূর্নিঝড়
তার চেয়ে অনেক দূর্বার গতিতে
পরিধি হতে কেন্দ্রের দিকে ছুটি।
এক পশলা জল .. . .
ও কি শান্তি।
পিপাসিত ধরনী তৃষ্ট, পৃষ্ট, কোমল, সজীবতায় ছপছপ ।
একি ওয়াসার জল কেন ?
মহা প্রলংকারী, মহাজগৎ সৃষ্টিকারী, মহান মনিব
আমায় বাঁচাও।
অন্ত:স্থ ভালবাসার ডালপালাকে প্রস্ফুটিত কর।
বিশুদ্ধ এক পশলা জল দাও
আমি বাঁচতে চাই।

No comments:

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।