কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Monday 17 March 2014

তুমি এসো

তুমি এসো
রাতের আকাশের তারার মত এসো তুমি
গোপনে এই হৃদয়ে ।
এমন দিনে-
যে দিন থাকবে না মেঘ
যে দিন থাকবে না বৃষ্টি
যে দিন থাকবে না বাতাস
যে দিন থাকবে শুধু জ্যোৎস্না ।
মাঘের সকালের রোদের মত এসো
যে দিন থাকবেনা কুয়াশা ।


বাদল দিনের জ্যোৎস্নার মত এসো
বাদল ও চাঁদ খেলা খেলব, আধো আলো
আধো ছায়া ভালো লাগে ।
নয়া বর্ষায় এসো
বৃষ্টিতে ভিজে একাকার হব
বৃষ্টির ঝুমঝুম শব্দে গান গাইবো, নৃত্য তুলবো
নয়া বৃষ্টিতে ভিজে নতুন হবো ।

ঘুড়ি ওড়ানো দিনের মতো এসো
ন্যাংটা হয়ে দৌড়াব, ছাদ হতে ঝাপ দিব
পাগলা বাতাসে -
শার্ট, ইংলিশ প্যান্ট, ফ্রক পতাকা করব ।
তুমি এসো ,এসে শূন্যতা পূরন কর ।
তুমি এসো তুমি এসো ।


কেমন লাগল পরামর্শ আশা করছি।

No comments:

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।