কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Wednesday, 10 October 2018

অবুঝ মানবিক পঞ্চগড়

“মানবতার জন্য নাটক” এই স্লোগানে পঞ্চগড়ে শুরু হইছে এক সপ্তাহ ব্যাপি আর্ন্তজাতিক নাট্য উৎসব - ২০১৮। আমি প্রথম যেদিন খবরটা দেখলাম বা শুনলাম, আমার খুবই ভালো লাগলো। মানবতার এই শহরেএ রকম একটা উৎসব হবে খুবই চমৎকার। পঞ্চগড়ের মানবিক মানুষ গুলো নাটক দেখে আরো মানবিক হয়ে উঠবে, ভাবতেই ভালো লাগছে। পঞ্চগড় কে মানবিক শহর বলছি কারণ আমি বাংলাদেশের যত গুলো শহরে বাস করছি তার মধ্যে পঞ্চগড়ের মানুষ কে অনেক মানবিক বলে মনে হইছে। তবে আমাকে যখন পঞ্চগড়ে বদলি করে, আমি খুবই অখুুশি ছিলাম। বদলি দ্ওেয়ার আগে হেড -অফিস থেকে আমাকে বলা হয়েছিল আপনি কোথায় বদলি চান। আমার উত্তর ছিল পঞ্চগড় বাদে যে কোনো অফিসে বদলি করলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কি আর করার হেড-অফিস বলে কথা। পঞ্চগড়ে বাস করার প্রায় ৪বছর হল। আমি এখন পঞ্চগড়ীয়া। পঞ্চগড়ের লোকজন আসলেই মানবিক এটা আমি বিশ্বাস করি।

Tuesday, 5 June 2018

একটা টিকটিকির দাফন এবং দেশপ্রধানের অংশগ্রহন।


টিকটিকির একটি জীবন আছে। স্বাভাবিক প্রক্রিয়ায় জীবন সংগ্রামে অংশগ্রহন করে। এবং স্বাভাবিক প্রক্রিয়ায় আয়ু শেষ হয়ে গেলে মৃত্যূ রবন করে। তবে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটলে অস্বাভাবিক মৃত্যূ ঘঠে। তেমনী একটি টিকটিকির অস্বাভাবিক মৃত্যূতে শোকাহত আমি। দাফন কাজ ও শেষ হয়ে গেছে। গত রাতে সিলিং থেকে বিছানায় ধপাস করে কিছু একটা পড়ে গেল, আমি হকচকিয়ে গেলাম, চট করে তাকিয়ে দেখলাম একটা টিকটিকি।

Tuesday, 22 May 2018

কোটা নিয়ে ঝামেলার মূলে আছে গরীব বাবারা।


আমি যখন ছোট ছিলাম ক্লাশ টু থ্রি পড়ি। আমাকে ভালভাবে পড়াশুনা করার জন্য প্রায় তাগিদ দেওয়া হতো। আমার বাবা অল্প শিক্ষিত। আমার ভাল করার জন্য তার কিছু পদক্ষেপ খুবই অমানান। তবে কিছু পদক্ষেপ খুবই মানানসহ ছিল। যেমন ক্লাশ টুতে (ঠিক মনে নাই থ্রিও হতে পারে) পড়া অবস্থায় ঘোষনা দিলেন টু পাশ করলে আমাকে একটা সাইকেল কিনে দিবেন। সাইকেল ওর্ডার দেওয়া হয়ে গেছে। আমি ক্লাশ টু পাশ করলাম সাইকেল পাইলাম না। যুক্তি হচ্ছে চাকা দুটো বানানো শেষ। ফোর পাশ কর সাইকেলের বাকীটা বানানো হোক তারপর সাইকেল পেয়ে যাবে। ফাইভ পাশ করলাম কিন্তু সাইকেল পাইলাম না

Sunday, 15 April 2018

রামপুরের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা

রামপুরের অর্থনৈতিক অবস্থাঃ

আমাদের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো এই কথাটা যে কেউ সহজে মেনে নিবেন। বরং যদি বলা হয় আমরা এখনও অর্থনৈতিক ভাবে দূর্বল তাহলে অনেকে মেনে নিবেন না। আজ থেকে প্রায় ৩৫-৪০ বছর আগে রামপুরের সবচেয়ে ধনবান ব্যাক্তিটি তার সন্তানের জন্য একটা ইংলিশ প্যান্ট কিনতে কয়েকবার চিন্তা করতো। যারা আমার মুরব্বি তারা আমার চেয়ে অনেক ভালো জানেন। আপনাদের কাছে গল্প শুনে শুনে আমার এই ধারনা, কারন তখনও আমার জন্ম হয়নি। কিন্তু যদি আজ থেকে ২০-২৫ বছর আগের অর্থনৈতিক অবস্থা দেখি, আমার স্পষ্ট মনে

Wednesday, 6 December 2017

সরকারী প্রাইমারী স্কুলের, স্কুল ম্যানেজিং কমিটির দ্বায়িত্ব কি?


শিক্ষাই একমাত্র একটা জাতির, একটা গোষ্ঠীর, একটা পরিবারের, একজনের উন্নতির অন্যতম হাতিয়ার। জাতিকে যদি ইমারত হিসেবে কল্পনা করা হয়, তাহলে ঐ ইমারতের ভিত্তি মজবুত করা খুবই বেশী জরুরি। প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতির ইমারতের ভিত্তি যে জাতির প্রাথমিক শিক্ষা যত বেশি মজবুত হবে ঐ জাতি তত বেশি টেকসই হবে। ইমারতের ভিত্তি যদি নড়েবড়ে হয়, তাহলে যে কোন সময় রানা প্লাজার মতো ধস করে পড়ে গিয়ে সব শেষ করে, নিঃস্ব হয়ে পড়তে হবে। প্রাথমিক শিক্ষাকে মজবুত করতে হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে মজবুত, সুশৃঙ্খল করতে হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কতটুকু মজবুত তা একটু দেখে আসা যাক।

Wednesday, 15 November 2017

আমিও ডায়বেটিক আক্রান্ত।


ডায়বেটিক এখন পাড়ায় পাড়ায়, মহলায় মহল্লায়। তার চাইতে বেশী, বাড়ী বাড়ী। তার চাইতে বেশী বলা যায়, জনে জনে। গত কয়েকদিন আগে টিভিতে দেখলাম, নয় বছরের শিশুরও ডায়বেটিক। তাহলে বুঝা যায় শিশু হতে বৃদ্ধা জনে জনে ডায়বেটিক।
আমিও ডায়বেটিক আক্রান্ত। ডায়বেটিক আমাকেও ছুটি দিল না।
ডায়বেটিক এর সমস্ত লক্ষন আমার মধ্যে (ঘন ঘন প্রসাব, ঘন ঘন পিপাসা, ঘন ঘন ক্ষুদা ইত্যাদি)। কিন্তু আমি ডায়বেটিক চেক আপ করছি না। কারন আমি অনেক দিন বাচতে চাই। শুধু অনেক দিন নয়, অনেক আশা নিয়ে বাচতে চাই, অনেক আনন্দের সহিত বাচতে চাই। আনন্দের সহিত বাচতে না পারলে সে বাচা আর বাচা থাকে না। আধা বাচা বা আধা মরা হয়ে থাকতে চাই না। এটাই আমার চেক আপ না করার কারন।
চেক আপ করলে আমি যদি নিশ্চিত হই, হ্যা আমি ডায়বেটিক আক্রান্ত, সত্যি আমার ডায়বেটিক। সত্যি টা আমার জন্য আপদ। এই নিশ্চিত হওয়াটাই আমার ইচ্ছা শক্তি দমিত করবে। আমি হয়ে যাব নিশ্চিত রোগী। নিশ্চিত রোগীর চাইতে সন্দেহ রোগী, খারাপ কিসে। আর নিশ্চিত রোগী এটাই আমাকে মৃত্যূর দিকে টেনে নিয়ে যাবে। 

কে চাই এত সহজে মরতে।
 


কেমন লাগল পরামর্শ আশা করছি।

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।