আমরা মানুষ, মানুষ হিসেবে সুস্থ সবল ভাবে বেচে থাকার অধিকার আছে। আমার একটি বাড়ী আছে, এটা রক্ষনাবেক্ষন, ভাঙ্গা , গড়া সবকিছুতে আমার অধিকার আছে। আমার একটি মোটর সাইকেল আছে। এটি আমি ব্যবহার করবো , না করবো না। ভেঙ্গে ফেলবো নাকি বিক্রি করবো এটা আমার ব্যাপার। এটা আমার অধিকার । কিন্তু যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান আমার অধিকার ক্ষুন্ন করে, আমার বাড়ীটি বা গাড়ীটি দখল করে। তাহলে সরকারের কাছে আশ্রয় গ্রহন করবো। আমার অধিকার ক্ষুন্ন হলেই কেবল সরকারের আশ্রয়ে অধিকার আদায় করতে পারি ।
কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন
Monday, 15 May 2017
Tuesday, 29 November 2016
রামপুরীয়া কানাডিয়ান সাইনটিস্ট
কি ? ------------ নাকি গালি মনসুর নানার জন্য?
শ্যালার ব্যাটা শ্যালা বাইনচোদ তি কি জন্মিবার জায়গা পাইস নি। তোকে রামপুরে জন্ম গ্রহন করবা হবে। তোর কারনে জীবনটা আমার ছ্যাড়াবেড়া হয়ে যাচ্ছে। মনসুর তোমাকে এত সব গালি দিচ্ছি। অন্য কারও এত সাহস হবে কি না, আমি জানিনা। আমি কিন্তু অনেক সাহসী (সত্যি ছোট কালে খুব সাহসী ছিলাম)। ব্যাটা তোমাকে পাইলে কুচি কুচি করে কাটতাম। একবার আমার সাথে দেখা করে দেখ আমি তোমাকে কি করি।
মনসুর নানা আপনাকে সেই ছোটকালে এই রকম বাজে ভাষায় গালি দিয়েছি। যখন আমার বাবা বলত “দেখছ মনসুর
শ্যালার ব্যাটা শ্যালা বাইনচোদ তি কি জন্মিবার জায়গা পাইস নি। তোকে রামপুরে জন্ম গ্রহন করবা হবে। তোর কারনে জীবনটা আমার ছ্যাড়াবেড়া হয়ে যাচ্ছে। মনসুর তোমাকে এত সব গালি দিচ্ছি। অন্য কারও এত সাহস হবে কি না, আমি জানিনা। আমি কিন্তু অনেক সাহসী (সত্যি ছোট কালে খুব সাহসী ছিলাম)। ব্যাটা তোমাকে পাইলে কুচি কুচি করে কাটতাম। একবার আমার সাথে দেখা করে দেখ আমি তোমাকে কি করি।
মনসুর নানা আপনাকে সেই ছোটকালে এই রকম বাজে ভাষায় গালি দিয়েছি। যখন আমার বাবা বলত “দেখছ মনসুর
Tuesday, 4 October 2016
রাগ দিবস
পৃথিবী কত বিচিত্র, কত রহস্যময়তা আছে। রহস্য পৃথিবীর চিরন্তন সঙ্গী। কোন জ্ঞানী একটা রহস্যের আবরন সরালে, সেই মেমব্রেন আবার অন্য কোন রহস্যর আবরন সৃষ্টি করবে। বিষয়টা ঠিক এরকম আমার জন্মের আগে আমার বাবা, তার জন্মের আগে দাদা , তাহার জন্মেও আগে বাবার দাদা। কিছুদিন পর বাবা থাকবে না, আমি হব বাবা। তারপর আমি দাদা আমার সন্তান হবে বাবা - মা। পৃথিবীর রহস্য ঠিক তাই। রহস্য এর ক্রোমোজোম দিয়ে বংশবৃদ্ধি করতে থাকবে। একটি রহস্যর আবরণ সরে যাবে বংশ রক্ষার জন্য আবার একটি রহস্য আমরা দেখতে পাব।
Sunday, 30 August 2015
অবিনশ্বর ও নশ্বরবাদ
তারিক টা খুব সুন্দর ৩০দিন ০৩মাস ৩০৩০সাল । মজার ব্যাপার ০ ও ৩ এর খেলা । চার চার টা ৩ ও চার চার টা ০ এর খেলা। এরকম দিনে চুপচাপ বসে থাকা যায় না । একটা ইশারা তো চাই । যেমনী ইশারা তেমনী কাজ । গোটা বিশ্ববাসী অবাক একি হচ্ছে এই গ্রহে , ক্লিক ওয়ান এর মাথায় বাম পাশে প্রতি মিনিটে মিনিটে কি যেন একটা ক্লিক দিচ্ছে । ক্লিক চিন্তায় অস্থির দাদার ডাইরি হতে ক্লিক জানে আজ থেকে অনেক বছর আগে কি যেন একটা অসুখ ছিল সারা শরীরে শুধু কিট কিট করে কামড়াত । যতই চিন্তা করছে ততই ক্লিক অস্থির হচ্ছে ক্লিক।
Wednesday, 17 June 2015
অদ্ভুত আশা
একি অদ্ভুত, একি অদ্ভুত, একি অদ্ভুত।
পাল তুলিয়ে, হাওয়ায় দুলিয়ে, মন ভুলিয়ে
মৃদু মৃদু, ধীরে ধীরে, টুকটুক, চুপচুপ
বিড়ালের মত করে।
মাথা নিচু, লজ্জায় লাল, দ্বিধাদ্বন্দে লজ্জাবতী পাতা
কিংবা নববধূর মতো করে।
ওহ্ আফসোস- -
পাল তুলিয়ে, হাওয়ায় দুলিয়ে, মন ভুলিয়ে
মৃদু মৃদু, ধীরে ধীরে, টুকটুক, চুপচুপ
বিড়ালের মত করে।
মাথা নিচু, লজ্জায় লাল, দ্বিধাদ্বন্দে লজ্জাবতী পাতা
কিংবা নববধূর মতো করে।
ওহ্ আফসোস- -
Monday, 13 April 2015
ওপাশেই ভালো
একটা শিশু যখন সে শিশু সে কি জানে তার চাওয়া কি? সে কি ভাবে তার কি পাওয়া উচিত? তার কি কোন চিন্ত চেতনা দিয়ে যুক্তিমূলক কোন কাজ করতে পারে। বড় হয়ে তার কি মনে থাকে তার চাওয়া গুলো কি ছিল?
একটা বালক বালিকা যখন সে বালক বালিকা তথন তার চাওয়া পাওয়া গুলো কি ছিল। শুধু খেলা আর খেলা। মার্বেল খেলা, মার্বেল খেলা আরও অনেক ধরনের খেলা। খেলার সরঞ্জাম তার কাছে অনেক গুরুত্বপূর্ন, সব চাইতে আপন ছিল তার খেলার সরঞ্জাম। এই খেলার জন্য তার উপর চলত শাসনের নির্মম অত্যাচার। তার মনে হতো আমকে কেউ আদর করে না, আমাকে কেউ ভালবাসে না। কেউ আমার ভাল চাই না। আমার ভাল আমি বেছে নিব । চলত বালক বালিকার নিজস্ব মিশন । চলত তার মিশন, মার্বেলে পরিপূর্ন করব পৃথিবী। আমি হব পৃথিবীর শ্রেষ্ট মার্বেল ওয়ালা। বালক বালিকা এখন অনেক বড়, এখন সে বুঝে মার্বেলের মিশন কতই অর্থহীন, কতই অমূল্যবান।
একটা বালক বালিকা যখন সে বালক বালিকা তথন তার চাওয়া পাওয়া গুলো কি ছিল। শুধু খেলা আর খেলা। মার্বেল খেলা, মার্বেল খেলা আরও অনেক ধরনের খেলা। খেলার সরঞ্জাম তার কাছে অনেক গুরুত্বপূর্ন, সব চাইতে আপন ছিল তার খেলার সরঞ্জাম। এই খেলার জন্য তার উপর চলত শাসনের নির্মম অত্যাচার। তার মনে হতো আমকে কেউ আদর করে না, আমাকে কেউ ভালবাসে না। কেউ আমার ভাল চাই না। আমার ভাল আমি বেছে নিব । চলত বালক বালিকার নিজস্ব মিশন । চলত তার মিশন, মার্বেলে পরিপূর্ন করব পৃথিবী। আমি হব পৃথিবীর শ্রেষ্ট মার্বেল ওয়ালা। বালক বালিকা এখন অনেক বড়, এখন সে বুঝে মার্বেলের মিশন কতই অর্থহীন, কতই অমূল্যবান।
Subscribe to:
Posts (Atom)
বই পড়ুন
একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।