আজ কেন এত আধার
তবুও তো আলোকিত তুমি।
আজ কেন এত আলো
তবুও তো আলোকিত তুমি।
তবুও তো আলোকিত তুমি।
আজকে সূর্য ঝলমল আলো
তবুও তো আলোকিত তুমি।
কালকে কুয়াশা করেছিল ভর
তবুও আলোকিত তুমি
ছোট ছেলের মত আমার দাদা
তখনও আলোকিত তুমি।
ছোট মেয়ে আমার ফুপু
তখনও আলোকিত তুমি।
দাদা বাবা ফুপু ছাড়া আমি
এখনও আলোকিত তুমি।
আজকে যুবক কালকে বৃদ্ধা
তখনও আলোকিত তুমি
তোমার আলো চিরন্তর
হায় আমি চিরন্তর ছাড়া।
কেমন লাগল পরামর্শ আশা করছি।
No comments:
Post a Comment