কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Monday 17 March 2014

চিরন্তর

আজ কেন এত আধার
তবুও তো আলোকিত তুমি।
আজ কেন এত আলো
তবুও তো আলোকিত তুমি।
কালকে সূর্যহীন দিন
তবুও তো আলোকিত তুমি।
আজকে সূর্য ঝলমল আলো
তবুও তো আলোকিত তুমি।
কালকে কুয়াশা করেছিল ভর
তবুও আলোকিত তুমি
ছোট ছেলের মত আমার দাদা
তখনও আলোকিত তুমি।
ছোট মেয়ে আমার ফুপু
তখনও আলোকিত তুমি।
দাদা বাবা ফুপু ছাড়া আমি
এখনও আলোকিত তুমি।
আজকে যুবক কালকে বৃদ্ধা
তখনও আলোকিত তুমি
তোমার আলো চিরন্তর
হায় আমি চিরন্তর ছাড়া।



কেমন লাগল পরামর্শ আশা করছি।

No comments:

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।