আমি ক্ষুদ্র একজন সামান্য লোক। আমি তোমাদের মাঝ থেকে বড় হয়েছি। তোমরা সবাই আমাকে চিন, জান। নতুন করে পরিচয় করার মত কিছু নেই। তারপরও আমার নাম ঠিকানা সব শেষে দেওয়া আছে।
জন্মগত ভাবে জ্ঞান পিপাসু মানুষ। এর ফলে মানুষ আজ জ্ঞানী সভ্য। এই জ্ঞান মানুষ অর্জন করে বিভিন্ন উপায়ে,বিভিন্ন বিষয়ে,বিভিন্ন ভাবে। জ্ঞান অর্জনের প্রথম ও প্রধান ক্ষেত্র পরিবার। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক বেশী অবদান রাখছে সভ্যতার বিকাশে। মানুষ জ্ঞান অর্জন ও সভ্য হয় দু প্রকারে এক অনুষ্ঠানিক শিক্ষা দুই হচ্ছে, অনুষ্ঠানিক শিক্ষা। অনুষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ে আমাদের সমাজের অšর্তগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন: স্কুল , কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি।