কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Wednesday, 10 September 2014

চলে যাবো।

যেতে তো হবেই, যাওয়ার জন্যই তো আসা।
দিনাজপুর থেকে ঢাকা আসবো, দিনাজপুরে-
কারও গালে চুমু, কারও কপালে চুমু, কাওকে জড়িয়ে ধরে,
ছল ছল চোখে বলছি, যাইরে বন্ধু দোয়া রাখিস।
কাওকে মায়া জড়িত কান্নায় বলছি-
ভাই গেলাম ভুল হলে ক্ষমা করিবেন।


Monday, 26 May 2014

কোন শিরোনাম নেই

অনেক কাল আগে এক জমিদর ছিল। জমিদারের এক খাস কৃষক ছিল। কৃষক জমিদারকে খুব ভাল বাসত। আর জমিদার অনেক ভাল লোক ছিল। কৃষক তার কয়েক জোড়া সন্তানকে উপদেশ দেয় ‘বাবারা জমিদার অনেক ভাল লোক ওনার সাথে খারাপ ববহার  করিও না’

Friday, 16 May 2014

স্বপ্নের অট্টহাসি

বাবা বলে তোমাকে বড় হতে হবে। আমি বলতাম কবে বড় হবো? বাবা বলে তুমি ক্লাশ থ্রি প্রথম হয়ে পাশ কর, তোমার জন্য একটা ছোট সাইকেল কিনব। তোমার সাইকেল তৈরি করার জন্য অর্ডার দিয়ে আসছি। প্রথম হয়ে পাশ করলে সাইকেলের সামনের চাকাটা নিয়ে আসব। আমি স্বপ্ন বুনতাম কবে আমার নতুন সাইকেল হবে। বাবা বলে তুমি ক্লাশ ফোর প্রথম হয়ে পাশ কর সাইকেলে পিছনের চাকাটা নিয়ে আসব। আমি নতুন একটা সাইকেলের স্বপ্ন বুনতাম। বাবা বলে তুমি

Saturday, 12 April 2014

মিস কল ও মি: কল

একটা ছেলে এবং একটা মেয়ে অনেক দিন ধরে মিস কল মিস কল খেলা করে কিন্তু তারা কেউ কাউকে ফোন দেয়নি, কি যেন ভাবে ছেলেটা একদিন ফোন দিল।
মেয়ে : হ্যালো কে ?
ছেলে: আমি মি: কল। তুমি কে?
মেয়ে : আপনি কি আমাকে চিনেন।
ছেলে:  না, চিনি না তবে মিস কল মিস কল খেলতে তোমার সাথে আমার এক প্রকার বন্ধুত্ব হয়ে গেছে না।
মেয়ে :  ও তাই বুঝি।

Thursday, 10 April 2014

যদি একবার দেখা হয়

যদি একবার দেখা হয়, নিঃসংকোচে বলে দিব

যেমন অঙ্কুর বীরদর্পে বলে,
আমি ধরনীতে জেগে ওঠলাম,
সাবধান কার্বন ডাই অক্সইড।
ঠিক তেমন বীরত্বে নিঃসংকোচে বলে দিব ।

Wednesday, 19 March 2014

কি শিরোনাম দিব বুঝতে পারি না।

আশে পাশে কেউ নেই
অগ্রহায়ন মাসের হিমেল হাওয়া
শিওরিয়ে দিচ্ছে গা,
ঠান্ডায় কম্পিত নয়।
মাথার উপর হেলিয়ে আছে
ভঁরপুর ঈদের দিনের চাঁদ
পিপলের পাতা গুলো ঝর ঝর –
ঝির ঝির করছে।
হঠাৎ হঠাৎ কেউ যেন যাচ্ছে আসছে।
না সব মনের ভ্রম।
Lonely light man photo

Monday, 17 March 2014

বে উপায় প্রেমিক 2

পৃথিবীর সবকিছু রহস্যময়। কেন জন্ম নিলাম, আজ কেন বেঁচে আছি, আরোও অনেক দিন কেন বেঁচে থাকব। পৃথিবী চলতে থাকুক তার নিয়মে আমি থাকব নীরব, নিথর, স্থির। পৃথিবী আমার জন্য কিছুই না, জন্মেছি তার নিয়মে মারা যাব তার নিয়মে। মাঝখানে কেন এত অস্থিরতায় চলতে থাকবো। শপথ নিলাম ধ্রুব হয়ে থাকব, নিশ্চল, স্থির তাতেই বা কি ক্ষতি আমার।

কোন শিরোনাম পাচ্ছি না

খতিব নামে উচ্চ মাধ্যমিকে আমার এক স্যার আছে উনি ইংরেজি পড়ায়। ২০০৩ সালে উনি পত্রিকা পড়ার ব্যাপারে আমরা যারা প্রাইভেট পড়তাম তাদের সবাইকে উৎসাহী করল। আমি উনার উৎসাহে পেপার পত্রিকা পড়ার উৎসাহী হই। সুযোগ পাইলে পত্রিকা পড়তাম কিন্তু যথেষ্ঠ সুযোগ না থাকায় তেমন পড়া হইত না। তেমন মজা পাইতাম বলে মনে হয় না। ঢিলেঢালা চলল পত্রিকা লাইনে চোখের লাঙলের হাল চালানো। তখন খুব আগ্রহ নিয়ে নিজের এলাকার সংবাদ পড়ার জন্য মুখিয়ে থাকতাম কিন্তু কোন পত্রিকায় আমার এলাকার কোন সংবাদ পাইতাম না। আসলে আমার এলাকার সংবাদ থাকত কিন্তু আমি নিয়মিত পাঠক না হওয়ার কারনে ঐ সংবাদ গুলো পাইতাম না।

তুমি এসো

তুমি এসো
রাতের আকাশের তারার মত এসো তুমি
গোপনে এই হৃদয়ে ।
এমন দিনে-
যে দিন থাকবে না মেঘ
যে দিন থাকবে না বৃষ্টি
যে দিন থাকবে না বাতাস
যে দিন থাকবে শুধু জ্যোৎস্না ।
মাঘের সকালের রোদের মত এসো
যে দিন থাকবেনা কুয়াশা ।

পার্থিব সাজানো

আমি সাজাই , আবার ভেঙ্গে যায়
সাজাই , আবার ভেঙ্গে যায় ।
দক্ষিনে বারান্দা, সামনে নদী ।
পূর্বে মহাসড়ক , পশ্চিমে দরজা
উত্তরে জানালা , বের হলেই অন্ধকার ।
পরিপাটি সাজানো আমার ঘর ।
প্রতিদিন সাজাই চকচক ঝকঝক করে ।

রাজন, তোমার বড় আপু (শানু)

“পৃথিবীতে যত মহৎ সৃষ্টিশীল অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার করেছে নর।”
“মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।”
“ইসলাম নারীকে করেছে পুরুষের সমঅধিকারী।”
হে আমার মায়ের জাত বোনের জাত নারী সকল। তুমি কখনও এই উক্তিগুলো শুননি, তুমি কি কখনও তোমার অজান্তে কোন পুস্তকে এই উক্তি গুলো দেখনি। হে আমার প্রিয়তমা নারী সকল তুমি কখনও নিজের আত্মসন্মান বোধের কথা ভাবনি, যা তোমাকে মহান সৃষ্টিকর্তা দিয়েছে অথবা যা তোমাকে অর্জন করতে হবে। তুমি আজও কেন আধুনিক যুগে নির্বুদ্ধিতার পরিচয় দাও। তুমি আজও কেন স্বাধীনতা অর্জন করতে পারনি। তুমি কি পরের অধীন বেশী পছন্দ কর।
তোমার সামান্য লাভের জন্য নিজস্ব আত্মসন্মান বিসর্জন দাও।

নারী

অনার্স জীবনের প্রথম বোর্ড পরীক্ষা আজ মঙ্গল বার। তাই আজ আমার জন্য একটি বিশেষ দিন। বিশেষ দিনে বিশেষ অভিজ্ঞতা মেয়েদের মানসিক দাসত্ব। বেগম রোকেয়া তোমাকে অনেক সালাম শুভেচ্ছা । তুমিই প্রথম অগোচর থেকে সগোচরে করলে মেয়েদের মানসিক দাসত্ব। সেই থেকে আজ অবধি আমরা পুরুষরা মেয়েদের দাসত্ব ঘুচার জন্য সংগ্রাম করে চলেছি। বিভিন্ন পেপার পত্রিকায় দেখা য়ায মেয়েদের অধিকার নিয়ে য়ারা লিখে তার বেশীর ভাগই পুরুষ।

চিরন্তর

আজ কেন এত আধার
তবুও তো আলোকিত তুমি।
আজ কেন এত আলো
তবুও তো আলোকিত তুমি।
কালকে সূর্যহীন দিন

চশমা ক্রেতা মাহবুর

আমার বন্ধু মাহবুব। ও আমার বন্ধু, প্রথমে বলে দেওয়া প্রয়োজন ও আমার কেমন বন্ধু আমি ওর কতটা কাছাকাছি যেতে পেরেছি অথবা ও আমার কতটা কাছাকাছি এসেছে। ওর কাছাকাছি আসাটা আমার জানা নাই।তবে আমি ওর খুব কাছাকাছি যাইনি। আরও ভাল করে স্পষ্ট করতে হলে বলতে হবে আমি কখনও আমার আপনজন বলে গ্রহন করিনি। তাহলে বন্ধুত্ব কি দূরের জনের সাথে হতে পারে। হ্যা তা হয় সব সময় হয় এবং আজ অবধি হচ্ছে ভবিষ্যৎ এ হতে থাকবে।
কিন্তু আবার অপরপক্ষে বন্ধুত্ব হিসেব করে চলে হুট হাট হয়ে যাই না। আর হয়ে গেলে হুট হাট হারিয়ে যাই না দুরত্ব বেড়ে যাওয়ার পরও বন্ধুত্ব থাকে অটুট।

Wednesday, 12 March 2014

হায়! বে উপায় প্রেমিক ১

Happy new year  ২০৯০  মি: ব্রাউন। মি: রমেশ শুভেচ্ছা জানাল। মনে কর এখন ২০৯০ সাল। রমেশ ঠাকুরগাঁও হতে ঢাকা যাবে বিমান ইন্জিন  নষ্ট। তবে ২০১১ সালের একটা পুরনো মিনিবাস আছে। ২০৯০ সালের বিজ্ঞানের বৈপ্লবিক যুগে মিনিবাস, প্রাইভেট কার, কোচ ভ্রমনে ঢাকা যাওয়া স্ট্যাটাস এর মধ্যে পরে না। সর্বনিম্ন আয়ের মানুষ ২০৯০ সালে এ ভ্রমন পছন্দ করে না। রামেশ বেচারী কি আর করবে তার তো অতি জরুরী সময়ে স্ট্যাটাস এর সহিত ভ্রমন করা হচ্ছে না, তার তো বিমান নষ্ট। অগত্য রমেশ মিনিবাসে ভ্রমন শেষ করবে।

বিশুদ্ধ

জল হবে জল
এক  পশলা জল ।
নক্ষত্র হতে নক্ষত্র রাজি পর্যন্ত
ছেদ করি উত্তর হতে দক্ষিণ
দক্ষিণ হতে উত্তর মেরু ।
চৈত্রক্রান্তি কাল বৈশাখীর মতো
দূর্বার বেগে লন্ডভন্ড করে ওঠি ,
সিংহের গর্জনে হুংকার দিয়ে ওঠি ,
অনেক বল সঞ্চয় করে অসহ্য গতিতে ছুটি
পৃথিবী  পৃষ্টে ।

Sunday, 23 February 2014

জে এস সি শুধু তোমার জন্য

আমি ক্ষুদ্র একজন সামান্য লোক। আমি তোমাদের মাঝ থেকে বড় হয়েছি। তোমরা সবাই আমাকে চিন, জান। নতুন করে পরিচয় করার মত কিছু নেই। তারপরও আমার নাম ঠিকানা সব শেষে দেওয়া আছে।

জন্মগত ভাবে জ্ঞান পিপাসু মানুষ। এর ফলে মানুষ আজ জ্ঞানী সভ্য। এই জ্ঞান মানুষ অর্জন করে বিভিন্ন উপায়ে,বিভিন্ন বিষয়ে,বিভিন্ন ভাবে। জ্ঞান অর্জনের প্রথম ও প্রধান ক্ষেত্র পরিবার। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক বেশী অবদান রাখছে সভ্যতার বিকাশে। মানুষ জ্ঞান অর্জন ও সভ্য হয় দু প্রকারে এক অনুষ্ঠানিক শিক্ষা দুই হচ্ছে, অনুষ্ঠানিক শিক্ষা। অনুষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ে আমাদের সমাজের অšর্তগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন: স্কুল , কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি।

Saturday, 22 February 2014

ধুমপান

"ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর " এই নীতি কথাটি কিছুদিন আগে সিগারেটের প্যাকেটে লিখা ছিল সংবিধিবদ্ধ সতর্কীকরন হিসাবে ।
গত বি. এন. পি. সরকার ক্ষমতায় আসার পর তারা প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে । আমাদের তরুন সমাজকে রক্ষার জন্য এটা ছিল এক যুগান্তকারী পদক্ষেপ । আমি তখন উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র। আমি বি. এন. পি. সরকারের এই উদ্যোগ কে হৃদয় দিয়ে গ্রহন করি। তখন আমার মনে আশার সঞ্চার হয়েছিল ধূমপানের বিভীষিকা থেকে ৩০ বছর পর মুক্ত হবে । আমাদের দেশ ধূমপান মুক্ত দেশে পরিনত হবে । হয়তো ১০০ বছর পর ধূমপান বা সিগারেট কি এটাই জানব না। কেন ১০০ বছর পর আমাদের দেশ ধূমপন মুক্ত হবে তার একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ।

Friday, 21 February 2014

আমি হাজার বছর পর

তারিক টা খুব সুন্দর ৩০দিন ০৩মাস ৩০৩০সাল। মজার ব্যাপার ০ ও ৩  এর খেলা। চার চার টা ৩ ও চার চার টা ০। এরকম দিনে চুপচাপ বসে থাকা যায় না। একটা ইশারা তো চাই। যেমনী ইশারা তেমনী কাজ। গোটা বিশ্ববাসী অবাক একি হচ্ছে এই গ্রহে।

Tuesday, 18 February 2014

বাঙালী

আমি কেন পারিনা

নীলা আমার বউ আমি তার একমাত্র স্বামী । কিন্তু নীলা আমার একমাত্র স্ত্রী নয় । আমার অফসিরে ডেস্ক এ যে মেয়েটি থাকে সেও আমার বউ । আমার পাশরে সহর্কমী নীতু সেও আমার বউ সেজে হাজরি হয় । অফিসের সদর দরজায় হাজির হতেই সীমাকে আমার বউ মনে হয়। অফিসের ডেস্ক এ যাওয়ার পর নীতুকে বউ মনে হয়। অফিস শেষে যখন বাড়িতে আসি তখনই হয় ব্যতিক্রম। হায়রে সীমা কিংবা নীতুর মত আমার বউটা হত ।

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।